সিন্ডিকেটের হাতে জিম্মি পেয়াঁজের বাজার

Other

সিন্ডিকেটের হাতে জিম্মি পেয়াঁজের বাজার। দেশের বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত মিয়ারমারের পেয়াঁজে সয়লাব  হলেও কয়েকদিনের ব্যবধানে ১৫ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতের পেয়াঁজ।

মিয়ানমার পেয়াঁজেরও দাম বেড়েছে দ্বিগুণ। ভোক্তারা মনির্টরিংয়ের দুর্বলতাকে দুষলেও জেলা প্রশাসন বলছে, সিন্ডিকেটের তালিকা তৈরি করা হয়েছে।

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ভারত মিয়ানমারের পেয়াঁজে ভরপুর। তারপরও সংকটের অজুহাতে কয়েকদিনে পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা পর্যন্ত।

খুচরা বাজারে প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকারও বেশি দামে।

ক্রেতারা বাজার মনিটরিং নেই বললেও, পেয়াঁজ সিন্ডিকেটের খুঁজে মাঠে থাকার দাবি জেলা প্রশাসনের।

আমদানিকারকরা বলছেন, ভারত মিয়ানমাত বেড়েছে পেয়াঁজের দাম। তাই সংকট ঠেকাতে অন্যান্য দেশ থেকে পেয়াঁজ আমদানি করার চেষ্টা চলছে তাদের।

আরও পড়ুন:


দক্ষিণাঞ্চলে হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: শেখ হাসিনা

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতির বাসায় ককটেল হামলার অভিযোগ

বিনয়কে দুর্বলতা ভাববেন না

বিএফইউজের নির্বাচন আয়োজনে আর বাধা নেই


ব্যবসায়িরা বলছেন কেনা দামের চেয়ে প্রায় তিন গুণ দামে পেঁয়াজ বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের ১৫ জনের একটি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় দাবি জানিয়েছেন তারা।

news24bd.tv নাজিম