হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ির ছাদ : নিহত ১

হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ির ছাদ : নিহত ১

অনলাইন ডেস্ক

পরপর বাড়ি ভাঙার দুর্ঘটনা ঘটেই চলেছে কলকাতায়। সপ্তমীর সকালে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নারকেলডাঙা থানা এলাকায় ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ির ছাদের অংশ। ডেইলি হান্ট এর নিউজ থেকে জানা যায় সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

আহত  চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ক্যানাল ইস্ট রোডের এলাকায় এক বাড়ির ভেতরেই ছিল একটি পুরনো কারখানা। সেটির মেরামতের কাজ চলছিল। সেসময় কাজ করছিলেন চার নির্মাণকর্মী।

হটাৎই কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে আহত হয় চারজনই।


আরও পড়ুন

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ এর বেশি নারীর নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি কায়দায় তরুণী অপহরণকারী বাড্ডা থেকে গ্রেপ্তার

স্কুল শিক্ষার্থীদের টিকা এই সপ্তাহেই, কেন্দ্র আলাদা

গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াব: কাদের


এ ঘটনায় গুরুতর জখম হন আলাউদ্দিন গাজি নামে এক নির্মাণকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। স্থানীয়রা বলছে, ওই বাড়ি ও কারখানাটি বহু বছরের পুরনো। দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণের কাজ হয়নি। ইদানীং কারখানার একটি অংশ মেরামতের কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, প্রতি বছরই এ শহরে বর্ষাকালে ভেঙে পড়ে বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাড়ি বা বাড়ির অংশ এবং তাতে হতাহতের ঘটনাও ঘটে।

 news24bd.tv/এমি-জান্নাত