ঢাকাসহ যে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ যে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

কাগজে-কলমে বর্ষা অনেক আগেই বিদায় নিয়েছে। এখন বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে মৌসুমি বায়ু। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:


জামাইয়ের বঁটির কোপে শ্বশুরের মৃত্যু

নিজের গায়ে আগুন দেওয়া সেই শিক্ষার্থী মারা গেছেন

বিশ্বকাপ বাছাই পর্বে বড় জয় পেল পর্তুগাল

কাতারের টিকিট নিশ্চিত করল জার্মানি


এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

আজ সূর্যোদয়  হয়েছে ভোর ৫.৫৫ মিনিটে। এদিকে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.৩৪ মিনিটে

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক