শহর পরিষ্কারে রাস্তায় নামলেন বগুড়ার এমপি

শহর পরিষ্কারে রাস্তায় নামলেন বগুড়ার এমপি

বগুড়া প্রতিনিধি

মাহে রমজানের পবিত্রতা বজায় এবং পৌরশহর পরিষ্কার রাখতে ‘পরিচ্ছন্নতা কর্মসূচি’র অংশ হিসেবে ঝাড়ু হাতে সড়ক পরিস্কারের কাজে নেমে গেলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় তার দেখাদেখি স্থানীয় বাসিন্দারাও সড়ক পরিষ্কার কাজে অংশগ্রহণ করেন।

শেরপুর উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও রোভার স্কাউটের উদ্যোগে আজ (২৯ মে) দুপুরে শেরপুর শহরের কলেজ রোড হতে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রায় ১ কি.মি. মহাসড়কের আশেপাশে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় রাস্তার পাশে থাকা দোকানিদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ চলাকালে অনেক দোকানিও দোকান বন্ধ রেখে রাস্তা পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন।  

কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা স্কাউট কমিশনার আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, শেরপুর কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক প্রমুখসহ স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর