বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল নাতনির গায়ে, বাঁচাতে গিয়ে দাদীরও মৃত্যু

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল নাতনির গায়ে, বাঁচাতে গিয়ে দাদীরও মৃত্যু

Other

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী পৌর এলাকার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী পুঁজা রানী (১২) বিকেলে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়। এ সময় ঝড়ো বাতাস ও বৃষ্টিতে পাশের বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পরে এবং সে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

আশেপাশের লোকজনের ডাক-চিৎকারে দাদী সুমতি রানী(৭০) ঘটনাস্থলে গিয়ে নাতনিকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:


আওয়ামী লীগ বলেছে, তারা সেদিকে যাবে না: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

কুমিল্লার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উস্কানি দাতাদের গ্রেপ্তারের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর

স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, ঘটনার খবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর