প্রথম স্ত্রীর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বামী গ্রেফতার

প্রথম স্ত্রীর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্ক

নির্যাতন ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মণ্ডলকে (৩২) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

নয়ন ও তার দ্বিতীয় স্ত্রী শিরিন বেগমের (৪২) বিরুদ্ধে প্রথম স্ত্রী রুনা আক্তার (২৫)  নির্যাতন ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন।

প্রথম স্ত্রী রুনা আক্তার তার অভিযোগে বলেন, তার স্বামী নয়ন সম্পূর্ণ লোভের বশবর্তী হয়ে বছরখানেক আগে তার অমতে শিরিনকে বিয়ে করে। শিরিন তার স্বামীর থেকে কমপক্ষে ১০ বছরের বড়।

সে যৌনপল্লীর একজন বাসিন্দা

দ্বিতীয় বিয়ের পর হতে তার স্বামী ও সতিন আমাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে আমি বাধ্য হয়ে কয়েক মাস আগে আমার ৯ বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে পাশের একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করি। কিন্তু সেখানে নয়ন ঠিকমতো আমাদের ভরনপোষণ দেয় না।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন জানান, রুনা আক্তারের দায়ের করা মামলায় নয়ন মণ্ডলকে বুধবার গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv/আলী