সেন্টমার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

সেন্টমার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

অনলাইন ডেস্ক

দুর্যোগপ্রবণ আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ২৫০ জন পর্যটক।

আজ রোববার রাতে কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

তিনি বলেন, কতজন আটকা পড়েছে, সেটি নিশ্চিত নয়।

তবে ২৫০ জনের মতো হবে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশে পাঠানো হবে।


আরও পড়ুন:

ইয়েমেনে বিমান হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

গাড়ি উৎপাদন কমাচ্ছে টয়োটা

ক্যাটরিনাকে বিয়ের প্রসঙ্গে এবার মুখ খুললেন ভিকি

আত্মহত্যার চেষ্টা করা ছাত্রী বোর্ড পরীক্ষায় প্রথম!


সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেকের বরাতে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপে যারা আটকা পড়েছে তারা মূলত ২ থেকে ৩ দিন আগে এসেছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা স্পিডবোট ও ট্রলারে এসেছে।

তিনি আরও বলেন, আজ রোববার তাদের ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু বিরুপ আবহাওয়ার কারণে কোনো ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড। আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছে। এখানে তাদের নিরাপদে রাখা হয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত