অন্যের দিকে আঙুল তুললেই সরকারের ব্যর্থতা দূর হয়ে যায় না

শওগাত আলী সাগর

অন্যের দিকে আঙুল তুললেই সরকারের ব্যর্থতা দূর হয়ে যায় না

Other

সরকার তার সক্ষমতা দেখাক, তার আন্তরিকতার প্রমাণ দিক। মানুষের প্রয়োজনে, নাগরিকদের বিপদের সময় রাষ্ট্র পাশে দাঁড়ায়, সরকার সক্রিয় থাকে মানুষের মনে এই বিশ্বাসকে ফিরিয়ে আনুন।  

বক্তৃতাবাজি করে, কে পাশে আছে কে নেই-এসব বলে, আর দোষারুপ করে লাভ কি! চূড়ান্ত বিচারে রাষ্ট্রকে, সরকারকে তার দায়িত্ব পালন করতে হয়, সেই পালনে ব্যত্যয় ঘটেছে- এটি তো পরিষ্কার।  

অন্যের দিকে আঙুল তুললেই সরকারের ব্যর্থতা দূর হয়ে যায় না।

অন্যের দিকে আঙুল তুলেই সরকারের দায়িত্ব পালন সম্পন্ন হয় না।

আরও পড়ুন:


পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছরের জেল: মন্ত্রিপরিষদ সচিব

গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

‘সংখ্যালঘু’ শব্দটি থাকা উচিত না

পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর


সরকার ক্রিয়াশীল, সরকার তার নাগরিকদের নিরাপত্তায় ক্রিয়াশীল- এই বিশ্বাস পূর্ণ:প্রতিষ্ঠায় মনোযোগ দিতে হয়।

লেখক- শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম