কানাডার ধনী ব্যক্তিদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা

কানাডার ধনী ব্যক্তিদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

বিপুল পরিমাণ ঋণের বোঝা কমাতে কানাডার ধনী ব্যক্তিদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। এ পদক্ষেপ কানাডীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার কিছু প্রতিশ্রুত তহবিল সংগ্রহে সহায়তা করবে বলে জানিয়েছে রয়টার্স।


আরও পড়ুন

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা : রায় আগামীকাল

স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, নেটিজেনদের আচরণে লজ্জিত সিয়াম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ


সংবাদমাধ্যমটি জানায়, করোনা মহামারীর বিপর্যয় মোকাবেলায় কানাডা রেকর্ড পরিমান ঋণ গ্রহণ করেছে। এ সময়ে শিল্পোন্নত জি সেভেন ভুক্ত দেশগুলোর মধ্যে তাদের ঋণের পরিমান সবচেয়ে দ্রুতগতিতে পৌঁছেছে।

গত মাসে পুনঃনির্বাচনের আগে আগামী ৫ বছরে ৭ হাজার ৮শ কোটি কানাডীয় ডলার নতুন ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিলো ক্ষমতাসীন লিবারেল পার্টি। যার পরিমান দেশটির মোট জিডিপির প্রায় ৪ শতাংশের সমান। সেইসাথে নতুন করারোপের মাধ্যমে ২ হাজার ৫৫০ কোটি কানাডীয় ডলার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। কর ফাঁকি, ধনী ব্যক্তি,  বীমাকারী, ও বড় ব্যাংকের ওপর এ করারোপ করা হবে।

news24bd.tv/এমি-জান্নাত

এই রকম আরও টপিক