ইলিশ নিষেধাজ্ঞার ১৬ দিন পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা হয়নি

নিজস্ব প্রতিবেদক

ইলিশ ধরা, পরিবহন আর বেচাকেনার ওপর নিষেধাজ্ঞার ১৬ দিন পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পায়নি উপকূলের হাজারো জেলে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।  

চলছে ইলিশের প্রজনন মৌসুম। তাই নদী ও সাগরে মাছ শিকার, পরিবহন, বেচা কেনার ওপর সরকারীভাবে জারি রয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা।

মাছ শিকার করতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে উপকূলের হাজারও জেলে।

বেকার এসব জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার ১৬ দিন পার হলেও তা জুটেনি পটুয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোর জেলেদের। ফলে পরিবারসহ অসহায় দিন পার করছে জেলেরা।

আরও পড়ুন


ওবায়দুল কাদের কোন নেতা নয়, সে তার স্ত্রীর কথায় চলে: কাদের মির্জা

লক্ষ্মীপুরে খোঁজ মিলছে না দুই কিশোরীর

আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত

তিস্তার সব গেট খুলে দেওয়ায় বড় বন্যার আশঙ্কা


মৎস বিভাগ বলছে, দুই এক দিনের মধ্যেই শেষ হবে চাল বিতরণ কার্যক্রম।

জেলার উপকূলীয় রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় মোট ৩১ হাজার ৯৫৫ জন নিবন্ধিত জেলে রয়েছে।

news24bd.tv/ কামরুল