সীমান্ত এলাকা থেকে  ৮০ ভরি সমপরিমাণের ​৮ টি স্বর্ণের বারসহ আটক ১

সীমান্ত এলাকা থেকে ৮০ ভরি সমপরিমাণের ​৮ টি স্বর্ণের বারসহ আটক ১

Other

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নে ৮ টি স্বর্ণের বারসহ গোলজার রহমান (৫০) নামের ১ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সীমান্তের কাটলা বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

আটককৃত গোলজার রহমান উপজেলার কাটলা ইউনিয়নের  বাসুপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সীমান্তের কাটলা বাজার এলাকায় অবস্থান নেয়।

পরে কাটলা বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ দেখে গোলজার রহমান সোনার বার গুলো বিদ্যুৎ নামক একটি স মিলে কাঠের গুড়ির নিচে রেখে পালানোর চেষ্টা করে এসময় তাকে  সেখান থেকেই আটক করা হয়। পরে কাঠের গুড়ির নিচ থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া আটটি স্বর্ণের বারের ওজন ৮০ ভরি।

ওসি আরো জানান, আটককৃত গোলজার রহমানকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের পূর্বক আগামীকাল আদালতে পাঠানো হবে।

news24bd.tv/আলী