পার্বত্যাঞ্চলে জুম চাষে ভাল ফলন

Other

পার্বত্যাঞ্চলে এবছরও জুম চাষে ভাল ফলন হয়েছে। ফসল কাটার ধুম পড়েছে পাহাড়িদের মাঝে। চাষিদের চোখে মুখে দেখা যাচ্ছে আনন্দ আর উচ্ছ্বাস।  

কৃষি বিভাগ বলছে, গেলো বছরের তুলনায় দ্বিগুণ ফলন ​হয়েছে।

 

সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে থোকায় থোকায় দোল খাচ্ছে সোনালী ধান। সবুজের বুকে সোনালী রঙের খেলা দেখে আনন্দে ভাসছে চাষীরা। গান গেয়ে ধান কাটতে ব্যস্ত পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবিকার প্রধান মাধ্যম জুম চাষ।

বাংলাদেশে কেবল তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ে হয় এ পদ্ধতির চাষাবাদ। পার্বত্যাঞ্চলে এবার জুম ফসলের বাম্পার ফলন হয়েছে। ধানের পাশাপাশি উৎপাদন হয়েছে- মারফা, বেগুন, ধানি মরিচ, ঢেঁড়শ, কাকরোল, কুমড়াসহ নানা ফসল।

আরও পড়ুন: কাল খুলে দেয়া হচ্ছে পায়রা সেতু

চলতি বছর শুধু রাঙামাটিতে জুম চাষ হয়েছে ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে। যেখানে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে উৎপাদন। ফলন ভাল হওয়ায় কৃষকরা অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে তেমনি খাদ্য সংকটের শঙ্কাও থাকবে না, বলছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

পার্বত্যাঞ্চলে প্রতিবছর ১৮ প্রজাতির জুমের ধান চাষ হয়। আর এ জুমের ধান বছরব্যাপী খাদ্য ব্যাংক হিসেবে সংরক্ষণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা।

news24bd.tv নাজিম