সিক্স মার্ডারের ঘটনায় প্রায় তিনশো রোহিঙ্গাকে আসামি করে মামলা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছয়জন নিহতের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় পাঁচজনসহ ১০ আসামিকে গ্রেপ্তার করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।  

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থানায় নিহত রোহিঙ্গা আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।  

আরও পড়ুন: ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

শুক্রবার ভোররাতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পের 'দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ' মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা হামলা চালায়।

 

হামলায় মাদ্রাসায় অবস্থানরত চার রোহিঙ্গা নিহত হয়। আহত হয় আরো ১১ জন। পরে আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া এমএসএফ হসপিটালে নেওয়া হলেও সেখানে মৃত্যু হয় আরো দুইজনের।  

news24bd.tv নাজিম