ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় পাকিস্তান বলে চিৎকার দেওয়ায় ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ঝালকাঠির রাজাপুরে।
তথ্য সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন, সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে মো. কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০)
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের সমর্থকরা উল্লাস করে চিৎকার দিয়ে উঠে।
আরও পড়ুন:
তিন মাসে মিরপুর থেকে ৪২৪ কিশোরী নিখোঁজ!
পীরগঞ্জের ঘটনায় রিমান্ড শেষে ৩৭ জন জেলহাজতে
সাকিব-নাসুমের পর সাইফুদ্দিনের আঘাত
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, হামলায় সামান্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি।
news24bd.tv রিমু