মরা গরুর মাংস বিক্রি, জরিমানা ৩০ হাজার টাকা

মরা গরুর মাংস বিক্রি, জরিমানা ৩০ হাজার টাকা

অনলাইন ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। শেখ সালাউদ্দিন নামে ওই মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের আবদিন শেখের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন আদালত পরিচালনাকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মরা গরুর মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর সদরের অডিটোরিয়াম সংলগ্ন উপজেলা পরিষদ কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অভিযুক্ত মাংস ব্যবসায়ী শেখ সালাউদ্দিন আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। স্থানীয়দের উপস্থিতিতে অভিযোগের সত্যতা পেয়ে  মরা গরুর মাংস জব্দ ও সড়কের উপর গড়ে তোলা মাংস বিক্রির ঘরটি ভেঙে দেন আদালত।

পরে বিকাল সাড়ে ৩টায় অভিযুক্ত মাংস ব্যবসায়ী সালাউদ্দিন নির্বাহী হাকিমের কার্যালয়ে হাজির করা হয়।

আরও পড়ুন:


পাগলীর জন্ম নেওয়া সন্তানের পিতা এমপি বদি

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

শোয়েব মালিককে ‘দুলাভাই’ ‘দুলাভাই’ বলে ডাকল ভারতীয় দর্শকরা (ভিডিও)

সূর্য ডোবার আগেই আটক নেতাকর্মীদের মুক্তি দাবি রিজভীর

পরে তিনি অপরাধ স্বীকার করলে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় সেবা গ্রহীতার জীবন বিপন্ন হতে পারে এমন অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে।

অনাদায়ে ১৫ দিনের জেল। এ সময় জরিমানার টাকা ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মোচলেকা দেন ওই ব্যবসায়ী।

নির্বাহী হাকিম মারিয়া হক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর