পর্যটনখাতকে সমৃদ্ধ করতে মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

পর্যটনখাতকে সমৃদ্ধ করতে মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

Other

মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ট্যুরিস্ট বাস। জেলার পর্যটনখাতকে আরো সমৃদ্ধ ও পর্যটকবান্ধব করতে ভূমিকা রাখবে এই উদ্যোগ। এসব বাসে দল বেঁধে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। অর্থ সাশ্রয়, স্বল্প সময় ও সার্বিক নিরাপত্তায় চলা এসব বাসে ভ্রমণে স্বাচ্ছন্দবোধ করছেন তারা।

চায়ের জেলা মৌলভীবাজারে চালু হয়েছ দুটি ট্যুরিস্ট বাস। দুটি প্যাকেজে পরিচালিত বাস দুটি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মাধবকুণ্ড ঝর্ণা, মাধবপুর লিইক, চা বাগান ঘুরে বেড়াচ্ছে। এই বাস দুটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই বাসে চড়ে খুশি পর্যটকরা।

গত ১৬ অক্টোবর বাস চলাচল শুরুর পর থেকেই পর্যটকদের আগ্রহ বেড়েছে। সপ্তাহে শুক্র ও শনিবার বাস দুটো চলাচল করছে।

আরও পড়ুন


উপ-নির্বাচন: সিরাজগঞ্জ-৬ আসনে ভোটগ্রহণ চলছে

সড়ক দুর্ঘটনায় ‘সম্ভাবনাময়ী’ দুই মডেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মাদরাসায় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে আজ মঙ্গলবার


ট্যুরিস্ট বাসের সুপার ভাইজার জুবেদ আলী জানান, দুপুরের খাবারসহ ৪৫০ টাকা ও খাবার ছাড়া ৩৫০ টাকায় জেলার প্রধান দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন পর্যটকরা। শ্রীমঙ্গল ও বড়লেখায় হানিফ ও শ্যামলী কাউন্টারে টিকিট সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, এই বাস চালুর ফলে মৌলভীবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণও বাড়বে। এই সেবা মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হলে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

news24bd.tv এসএম