এবারের পাকিস্তানকে দেখে শোয়েবের ‌‘ভয়’

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার

এবারের পাকিস্তানকে দেখে শোয়েবের ‌‘ভয়’

অনলাইন ডেস্ক

এবারের উড়তে থাকা পাক ক্রিকেট দলকে দেখে ১৯৯৯ বিশ্বকাপে কথা মনে পড়ছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের।

সেবার দুরন্ত গতিতে ছুটে চলা পাকিস্তান ধাক্কা খেয়েছিল ফাইনালে।

ফাইনালে গিয়ে ওয়াসিম আকরামের দলকে থামিয়ে দেয় অস্ট্রেলিয়া।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পাকিস্তানকে দেখে শোয়েব আখতারের মনে তাই ২২ বছর আগের সেই স্মৃতি।

শোয়েবের ‘শঙ্কা’ ইতিহাসের পুনরাবৃত্তি আবার না হয়।

নিজের ইউটিউব চ্যানেলে কিংবদন্তি পাকিস্তানি পেসার বলেছেন, ‘তোমরা যেভাবে এগোচ্ছো, আমার বারবার ৯৯’ বিশ্বকাপের পাকিস্তান দলের কথা মনে পড়ছে। সাবধান, এই বিশ্বকাপ যেন আমাদের হাত থেকে না ফসকায়। যে করেই হোক, ট্রফি আমাদের চাই।

আরও পড়ুন


স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ

কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ

গোসলের ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা


এখন পর্যন্ত পাকিস্তান দলের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট শোয়েব। মাঠে বাবর-আফ্রিদিদের ছুটে চলা দেখে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, ‘দল এবার সঠিক পথের দিকে এগোচ্ছে। পাকিস্তানের অপরাজিত হয়ে ফাইনালে যাওয়া উচিত এবং শিরোপা আমরাই উঁচিয়ে ধরবো। ’

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর