পল্টন চেকপোস্টে বোমা হামলা: সিটিটিসি

পল্টন চেকপোস্টে বোমা হামলা: সিটিটিসি

অনলাইন ডেস্ক

কারাগার থেকে জামিনে বের হওয়া নব্য জেএমবির এক নেতাকে ঢাকার পুরানা পল্টনে পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণের ঘটনায় আবারও গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিবাদে জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি’র প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গতবছর জুলাই মাসে ‘দূর নিয়ন্ত্রিত’ পুলিশ চেকপোস্টে যে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়, গ্রেপ্তার আব্দুল্লাহ আল নোমান আবু বাছিরই সেটি তৈরি করেন।


আরও পড়ুন

স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ

কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ

গোসলের ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ


আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে করে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। সেখানে আরও বলা হয়, ২২ বছর বয়সী বাছির ‘নব্য জেএমবির সামরিক শাখার নেতা। গতকাল বুধবার রাতে ঢাকার মিরপুর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছির স্বীকার করেন, তিনি নব্য জেএমবির বর্তমান সামরিক শাখার একজন সক্রিয় দায়িত্বশীল সদস্য।

সে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নব্য জেএমবির অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের সামরিক শাখার কাজ পরিচালনা করত।

news24bd.tv/এমি-জান্নাত