এবার বিসিবিকে ধুয়ে দিলেন সাবের চৌধুরী

এবার বিসিবিকে ধুয়ে দিলেন সাবের চৌধুরী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তথা বিসিবিতে কোন ধরণের জবাবদিহিতা নেই বলে গত মাসেই অভিযোগ করেছিলেন সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ক্রিকেট বোর্ডে চলছে একনায়কতন্ত্র। আর সবকিছুর নির্দেশনা আসে বোর্ডে সভাপতির কাছ থেকে। বোর্ড গত ৯ বছরের সাকিব-মুশফিকদের বিকল্প তৈরি করতে না পারার জন্য এই বোর্ড সভাপতির একনায়কতন্ত্রকে দুষেন।

এবার তিনি বিশ্বকাপে টানা ব্যর্থতার পর জানালেন তার ক্ষোভের কথা।

বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন।  

তিনি লিখেছেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।

সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। এটা সবসময়ই তার ব্যর্থতা, যে আমাদের ক্রিকেটটা চালায়। আমাদের জন্য এটি লজ্জার, যে একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে। ’

আরও পড়ুন


বঙ্গবন্ধু যেতেই গুলি বন্ধ করল বিডিআর

মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন বিশ্বনবী

সূরা বাকারা: আয়াত ১২৮-১৩৩, আল্লাহর নির্দেশ ও হয়রত ইব্রাহিম (আ.)

কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’


 

এর আগে গত ২০ অক্টোবর তিনি বলেছিলেন,দল ম্যাচ জিতলে সব কৃতিত্ব নিজের আর পরিষদের। আর হারলে সব দায় খেলোয়াড়দের। সাবের চৌধুরী বলেন, ২০টিরও বেশি কমিটি রয়েছে বিসিবিতে, কিন্তু স্বাধীন নয় কেউই। একজনে অঙ্গুলী হেলনেই চলে সবকিছু। ।

ক্রিকেট বোর্ড ভাল চলছেনা জানিয়ে সাবেক এই বোর্ড সভাপতি বলেন, তাই ক্রিকেটারদের মধ্যেও গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে।

news24bd.tv/আলী