ভারতের ‘চিন্তা বাড়িয়ে’ দিল নিউজিল্যান্ড

ভারতের ‘চিন্তা বাড়িয়ে’ দিল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

ভারতের ‘চিন্তা বাড়িয়ে’ দিল নিউজিল্যান্ড। আজ নিউজিল্যান্ডে কাছে নামিবিয়া হেরে যাওয়ার পর হয়তো কপালে ভাঁজ পড়েছে টিম ইন্ডিয়ার।

আফগানদের সঙ্গে জিতে যে আশা জিয়ে রেখেছিল ভারত, নিউজিল্যান্ডের সঙ্গে নামিবিয়ার হারে সে আশা হয়তো কিছুটা কমতে শুরু করেছে কোহলিদের।

আফগানদের সঙ্গে বড় ব্যবধানে জেতার পর ভারতের পরবর্তী টার্গেট শেষ দুই ম্যাচে নামিবিয়া এবং স্কটল্যান্ডের সঙ্গে আরও ভালো রানরেটে জেতার।

তাতে সেমিফাইনালে খেলাটা সহজ হবে তাদের জন্য।

আফগানদের ২১১ রানের লক্ষ্য দিয়ে আফগানিস্তানকে ১৪৪ রানে থামিয়ে দিয়েছিল ভারত। ম্যাচ জিতেছে ৬৬ রানে। যার ফলে ভারতের রানরেট দাঁড়িয়েছে ০.০৭৩ এ।

এই জয়ের ফলে সেমিতে ওঠার স্বপ্ন ভালোভাবেই টিকিয়ে রেখেছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। শঙ্কা দেখা দিয়েছিল টুর্নামেন্ট থেকেই বিদায় নেওয়ার। এখনও সম্ভাবনা দুলছে পেন্ডুলামের মত। অনেক ‘যদি, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে তাদের সেমিতে খেলা।

পরিসংখ্যান যা দাঁড়াতে যাচ্ছে
ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত পিছিয়ে।  

ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বিরাট কোহলিদের একটাই সুবিধা, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসাব করে খেলতে পারবে।

নিউজিল্যান্ড

পাকিস্তানের পর এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড নিজেদের সব ম্যাচ জেতে, তা হলে আর কারও দিকে তাদের তাকিয়ে থাকতে হবে না।  

যদি তারা আফগানিস্তানের কাছে হারে, নামিবিয়াকে হারায় এবং ভারত বাকি দুটি ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে ছয়। নেট রানরেটে আফগানিস্তান (+১.৪৮১) অনেক এগিয়ে ভারত (+০.০৭৩), নিউজিল্যান্ডের (+০.৮১৬) থেকে।

আফগানিস্তান

স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তান এই গ্রুপে নেট রানরেটে সবথেকে ভালো জায়গায় রয়েছে। ভারতের কাছে হারলেও আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে নেট রানরেটে তারা শেষ চারে চলে যাবে।

নামিবিয়া

শেষ তিনটি ম্যাচ জিততেই হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে অনেকটা পিছিয়ে -১.৬০০।

সম্পর্কিত খবর