নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল, ক্ষমা চেয়ে ভিডিও সরালেন চেয়ারম্যান

নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল, ক্ষমা চেয়ে ভিডিও সরালেন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ইউপি চেয়ারম্যানের দুধ দিয়ে গোসল করার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, নির্বাচনে জয়লাভের পর ওই চেয়ারম্যান নিজেই এই ছবি ও ভিডিওটি আপলোড করেছেন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলমের ভিডিওটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

চেয়ারম্যান আলমগীর আলম ভিডিওটি ফেসবুকে আপলোডের পর লেখেন, মা ও চাচী চেয়েছিলেন নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন।

তারা তাদের কথা রেখেছেন।

বিষয়টি নিয়ে কথা হলে নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তারা দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেন। পরবর্তীতে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়।  

তবে সেই ভিডিওটি ফেসবুকে এখন আর নেই।

কারণ সেটি তিনি ডিলিট (মুছে ফেলা) করে দিয়েছেন।

ভিডিওটি ডিলিট করার পর আরও একটি পোস্টে তিনি জানান, প্রিয় বন্ধু-গণ আমার আপলোডকৃত দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং আমি অনুধাবন করতে পেরেছি এই ব্যাপারটিকে অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি।


আরও পড়ুন:

হরিণের মতো দেখতে আফ্রিকান ‌‘নায়ালার’ ঘরে নতুন অতিথি

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই বোনের

প্রেমের টানে ময়মনসিংহে এসে ফিলিপাইনের সেই নারী আজ জনপ্রতিনিধি


যেহেতু আনন্দঘন মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে ভালো-মন্দ বিচার না করেই নিজের অসাবধানতায় এহেন কাজ করেই ফেলেছি তাই এর পক্ষে আর কোন যুক্তি উপস্থাপন না করেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইতিমধ্যে আমি ভিডিওটি মুছে ফেলেছি।

news24bd.tv নাজিম