হাসান আলীকে আইসিসির তিরস্কার, মাহমুদুল্লাহদের জরিমানা

পাকিস্তানি পেসার হাসান আলী

হাসান আলীকে আইসিসির তিরস্কার, মাহমুদুল্লাহদের জরিমানা

অনলাইন ডেস্ক

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি পাকিস্তানি পেসার হাসান আলীকে অশোভন আচরণের জন্য তিরস্কার করেছে।  পাকিস্তানি এই পেসার বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে আউট করে এমন আচরণ করেন যা ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী।

হাসানের পাশাপাশি বাংলাদেশ দলকেও জরিমানা করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ১ম ম্যাচে আইসিসির লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভাঙেন হাসান।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভঙ্গ করেন এই পেসার। যেখানে লেখা আছে কোন আন্তর্জাতিক ম্যাচে কোন ব্যাটসম্যানকে আউট করার পর এমন কোন আচরণ করা যাবে না যা ব্যাটসম্যানকে আগ্রাসী কোন প্রতিক্রিয়া দেখাতে প্রলুব্ধ করতে পারে।

কিন্তু হাসান প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানকে আউট করে তাকে সেন্ড অফ দেন। এজন্য আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

যেটা ২৪ মাস সময়ে হাসান আলির প্রথম আচরণবিধি লঙ্ঘন।

এদিকে বাংলাদেশ দলকে গুনতে হয়েছে জরিমানা। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে দলের সবাইকে। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করতে পেরেছিল বাংলাদেশ।

আরও পড়ুন


এবার সংবাদ সম্মেলন করে যা বললেন মেয়র জাহাঙ্গীর

news24bd.tv এসএম