জেলেদের নিয়ে নির্মিত ছবি, সবার আগে জেলেরাই দেখলো

নোনাজলের কাব্য দেখছেন জেলেরা

জেলেদের নিয়ে নির্মিত ছবি, সবার আগে জেলেরাই দেখলো

Other

গত এক বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো ছবি 'নোনাজলের কাব্য' - আগামী ২৬ নভেম্বর ঢাকায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশে এ ছবির টাইটেল স্পন্সর ফ্রেশ এবং পরিবেশক স্টার সিনেপ্লেক্স।

ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত এই ছবিটি, প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের উদ্দ্যেশ্যে প্রদর্শনের আগে পটুয়াখালীর জেলে পরিবারদের জন্য প্রদর্শিত হয়। পটুয়াখালীর জেলেপল্লী কুয়াকাটা পিকনিক স্পট, চর গঙ্গামতী-র জেলে পরিবারের জন্য ২২ নভেম্বর ২০২১ দুই দিনব্যাপী উক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

২২ নভেম্বর সকাল ও বিকাল দুই বেলার প্রদর্শনীতে প্রায় ১২০০ দর্শকের উপস্থিতি ছিল। এই দিন প্রধান অতিথি হিসেব পটুয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বিকালের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


তালাকের পরেও স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, স্বামীর যাবজ্জীবন

news24bd.tv এসএম