এক দশকে দ্বিগুন হতে চলেছে ইন্দোনেশিয়ার রপ্তানি মূল্য

এক দশকে দ্বিগুন হতে চলেছে ইন্দোনেশিয়ার রপ্তানি মূল্য

অনলাইন ডেস্ক

২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে এক দশকে দ্বিগুন হতে চলেছে ইন্দোনেশিয়ার রপ্তানি মূল্য। লন্ডনভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য।

জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বার্ষিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশ হতে পারে বলে ব্যাংকটির পূর্বাভাসে দেখা গেছে। যার মাধ্যমে ২০৩০ সাল নাগাদ দেশটির রপ্তানি গিয়ে পৌঁছাবে ৩৪ হাজার ৮শ কোটি ডলারে।

আরও পড়ুন:

পৃথিবীর নতুন প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি পেলো বার্বাডোজ

তানজানিয়ায় বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় ৫৩ দশমিক ৩৫ শতাংশ রপ্তানি বেড়েছে। তেলবহির্ভুত খাত ও গ্যাস রপ্তানির ক্ষেত্রে বিক্রি ৫২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২ হাজার ১শ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে তেল ও গ্যাস রপ্তানি ৬৬ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত