‘বায়তুল মুকাদ্দাসে কমেছে ইহুদিদের সংখ্যা’

বায়তুল মুকাদ্দাস শহর।

‘বায়তুল মুকাদ্দাসে কমেছে ইহুদিদের সংখ্যা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পূর্ব বায়তুল মুকাদ্দাসে ইহুদি বসতি স্থাপনকারীর সংখ্যা কমে গেছে। ইসরাইলের গবেষণা সংস্থা ‘ওরশালিম’ এ খবর জানিয়েছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরাইল ও তাদের মিত্রতার। কারণ এ অবস্থায় বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী করতে বেশ অসুবিধাই হবে।

ওরশালিম বলছে, ১৯৯০ এর দশকে পূর্ব বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) ইহুদি বসতি স্থাপনকারীরা ছিল ৪৯ শতাংশ। কিন্তু এখন তা ৩৯ শতাংশে নেমে এসেছে।

জনসংখ্যা কাঠামোর এ পরিস্থিতির কারণে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে আরও বেগ পেতে হবে বলে গবেষণা প্রতিষ্ঠানটি মন্তব্য করেছে।

ওরশালিমের তথ্য মতে, পূর্ব বায়তুল মুকাদ্দাসের জনসংখ্যার ৬১ শতাংশই ফিলিস্তিনি।

জনসংখ্যার দিক থেকে বেশি হলেও তাদের নিয়ন্ত্রণে থাকা ঘরবাড়ির সংখ্যা ইহুদিবাদীদের তুলনায় এক তৃতীয়াংশ।  

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় পূর্ব বায়তুল মুকাদ্দাসে আরও বেশি ইহুদি বসতি স্থাপন করে সেখানে ইহুদিবাদীর সংখ্যা বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। ইহুদি বসতি নির্মাণের প্রক্রিয়া জোরদার করতেও প্রস্তাব করেছে 'ওরশালিম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর