জাপানি সেই দুই শিশু থাকবে মায়ের কাছে  

সংগৃহীত ছবি

জাপানি সেই দুই শিশু থাকবে মায়ের কাছে  

অনলাইন ডেস্ক

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে মায়ের কাছে থাকার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার জাপানি মায়ের আপিল আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন আদালত।     

আদেশে বলা হয়েছে, ওই দুই শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মায়ের কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।

আরও পড়ুন:


 

বেলারুশে বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড


২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) জাপানি আইন অনুযায়ী বিয়ে সেরে টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যাসন্তান জন্ম নেয়। ২০২১ সালের ১৮ জানুয়ারি শরীফ ইমরান-এরিকোর বিবাহবিচ্ছেদ হয়। ২১ জানুয়ারি ইমরান আমেরিকান স্কুল ইন জাপান কর্তৃপক্ষের কাছে তার মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন।

কিন্তু এতে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ ইমরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর একদিন জেসমিন মালিকা ও লাইলা লিনা স্কুল বাসে বাড়ি ফেরার পথে বাসস্টপ থেকে ইমরান তাদের অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান। পরে কিছু না বলে মেয়েদের সম্মতিতে দেশে ফেরেন বাবা শরীফ ইমরান।  

news24bd.tv রিমু