স্বামীকে নিয়ে যাচ্ছিলেন বাবার বাড়ি, যেতে হলো লাশ হয়ে

দুর্ঘটনার শিকার মোটরসাইকেল

স্বামীকে নিয়ে যাচ্ছিলেন বাবার বাড়ি, যেতে হলো লাশ হয়ে

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্বামীসহ যাচ্ছিলেন বাবার বাড়িতে। কিন্তু জীবিত যাওয়া হলো না। পথেই বালুবাহী ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমাদুল হোসেন (৩৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (৩৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে গাজীপুরের কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন ইমাদুল হোসেন।

আজ সকাল পৌনে ৯টার দিকে তাদের মোটরসাইকেলকে বিপরীতমুখী ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্ত্রী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আর আহত স্বামী ইমাদুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।

আরও পড়ুন


ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

news24bd.tv এসএম