মালদ্বীপে ড্রাইভার ও যাত্রীর সীটবেল্ট বাধ্যতামূলক ঘোষণা

সংগৃহীত ছবি

মালদ্বীপে ড্রাইভার ও যাত্রীর সীটবেল্ট বাধ্যতামূলক ঘোষণা

অনলাইন ডেস্ক

চার চাকার গাড়িতে ড্রাইভার এবং সামনের যাত্রীর সীটবেল্ট বাঁধা বাধ্যতামূলক ঘোষণা করেছে মালদ্বীপ সরকার। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নতুন আইন কার্যকর করা হবে। খবর মালদ্বীপের গণমাধ্যম আভাস-এর।

এক গেজেটে দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানায়, আর্টিকেল-১৯ এর যানবাহন আইন অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে যেসব রাস্তায় ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চলার অনুমোদন রয়েছে সেখানে গাড়ির চালক ও সামনের যাত্রীকে অবশ্যই সীটবেল্ট পরতে হবে।

 

নতুন এই আইন মেনে চলতে সবাইকে আহ্বান জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আরও পড়ুন:

ক্রিকেট ছাড়ার পর কী করবেন তামিম?

news24bd.tv/ নকিব