‘২ হাজার কি.মি পাল্লার ক্ষেপণাস্ত্রই যথেষ্ট’

মেজর জেনারেল আলী জাফারি।

‘২ হাজার কি.মি পাল্লার ক্ষেপণাস্ত্রই যথেষ্ট’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হুদায়দায় আগ্রাসী বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।

তিনি বলেছেন, ইয়েমেনি জাতি খুব শিগগিরই চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হবে।

মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মঙ্গলবার রাজধানী তেহরানে মধ্যপ্রাচ্যে ইরানের সাফল্য শীর্ষক এক সম্মেলনে এ কথা বলেন।

ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে গত ১৩ জুন থেকে সেখানে ব্যাপক হামলা শুরু করেছে সৌদি ও তার মিত্র দেশগুলো।

হামলায় কথিত আরব জোটকে সহায়তা দিচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও ইসরাইল।

শত্রুরা পরাজিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইরাক, লেবানন ও সিরিয়ার জনগণ যে বিজয় অর্জন করেছে তা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয়।  

তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে বলেন, প্রযুক্তিগত দিক থেকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সক্ষমতা ইরানের রয়েছে। তবে এখনই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর পরিকল্পনা নেই।

 

শত্রুরা ইরানের হাতরে মুঠোয় উল্লেখ করে আলী জাফারি বলেন, ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। শত্রুদের কৌশলগত অবস্থানগুলোর বেশিরভাগই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় রয়েছে। এ কারণে দুই হাজার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই ইরানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর