লকডাউনে জন্মদিনের পার্টি করেছেন বরিস জনসন

সংগৃহীত ছবি

লকডাউনে জন্মদিনের পার্টি করেছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

লকডাউনে জন্মদিনের পার্টিও করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই পার্টির খবর ফাঁস করেছে সংবাদমাধ্যম আইটিভি।

বলা হয়, লকডাউন ও নানান নিষেধাজ্ঞার মধ্যেই ২০২০ সালের জুনে জনসন জন্মদিনের পার্টি করেন। এই পার্টি আধাঘণ্টা ধরে চলেছিল বলে অভিযোগ উঠেছে।

জনসনের জন্য কেকও এনেছিলেন। উপস্থিত সবাই হ্যাপি বার্থডে গান করেন। অথচ সে সময় মাত্র ছয় জন একসঙ্গে সমবেত হতে পারতেন। ঘরের ভেতরে জমায়েতও পুরোপুরি নিষিদ্ধ ছিল।

তবে জন্মদিনের পার্টি ছাড়াও আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করোনাবিধি ভেঙে অফিস পার্টি করার অভিযোগ উঠে। সেই অভিযোগ নিয়ে সরকারি পর্যায়ে তদন্তও চলছে।  এদিকে, এসব ঘটনায় বিরোধী দল আবারও বরিসের পদত্যাগ দাবি করেছেন।

news24bd.tv/এমি-জান্নাত