ভোট দিতে না পারা ও ফলাফল নিয়ে যা বললেন অনন্ত জলিল

অনন্ত জলিল-বর্ষা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

ভোট দিতে না পারা ও ফলাফল নিয়ে যা বললেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

আলোচিত এই নির্বাচনে অনেকের মতো ভোট দিতে আসতে পারেননি তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। বর্তমানে তারা দুজনেই তুরস্কে অবস্থান করছেন।

তবে ভোটের আগে বা ভোটের দিন তাদের কাছ থেকে কোন বার্তা না পাওয়া গেলেও ভোটের দুদিন পর বার্তা পাওয়া গেল অনন্ত জলিলের।

অনন্ত জলিল তার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নির্বাচন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিউজ টোয়েন্টিফোরের পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি তুলে ধরা হল-

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন সবাইকে আমার ও বর্ষার পক্ষ থেকে অভিনন্দন! যারা অংশগ্রহণ করেছেন, সবার জন্য শুভকামনা।

নির্বাচনে জয়লাভ করা বিষয় না, বিষয় হচ্ছে সবাই মিলে একসঙ্গে বাংলা সিনেমার জন্য কিছু করা।

আমরা শিল্পীরা একটা পরিবারের মতো।

আমার ও বর্ষার বরাবরের মতো এবারেও এফডিসিতে গিয়ে ভোট দেওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু পরিবারসহ তুর্কিতে অবস্থান করার কারণে আমরা ভোট দিতে পারি নাই।

আরও পড়ুন


ড্রাইভিং লাইসেন্স পেতে আজ থেকে লাগবে ডোপ টেস্ট সনদ

news24bd.tv এসএম