পাগলা কুকুরের কামড়ে আহত ১০

প্রতীকী ছবি

পাগলা কুকুরের কামড়ে আহত ১০

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে গেল দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহতদের  মধ্যে গুরুতর অবস্থায় ৩ শিশুকে মাগুরা সদর হাসপাতাল এবং একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

এলাকাবাসী জানান, রোববার (২৪ জুন) ও সোমবার (২৫ জুন) শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ৪ শিশুসহ ১০ জনকে পাগলা কুকুর কামড়ে আহত করে। কুকুরের কামড়ে শিশুদের শরীরের  মাংস, পেটের নাড়ি ও কিডনি পর্যন্ত আক্রান্ত  হয়েছে।

 

আক্রান্তদের মধ্যে গুরুতর জখম অবস্থায় বয়োজিদ, সোহান ও আলিফ নামে ৩ শিশুকে মাগুরা সদর হাসপাতালে ও অনিক নমে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, ‘কুকুরে কামড়ানো গভীর ক্ষত নিয়ে ৩টি শিশু হাসপাতালে ভর্তি  হয়ে চিকিৎসা নিচ্ছে। ’

স্থানীয় কাদিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিয়ার রহমান জানান, তিনি খোঁজ নিয়ে দ্রুতই পাগলা কুকুর নিধনের ব্যবস্থা নেবেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

 

সম্পর্কিত খবর