শেষ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ফাইল ছবি

শেষ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক

অষ্টম ও শেষ ধাপের দেশের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ভোট গ্রহণ চলছে।  আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।  এসব ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে।

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় চলমান ইউপি নির্বাচনের এটাই শেষ ধাপ।

আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে ঢাকা জেলার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর, বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর।

আরও পড়ুন:


স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১৮৬৭ টাকা, আজ থেকে কার্যকর

সকালে উঠে হাঁটতে যাচ্ছেন? যে বিষয়গুলি ভুলেও করবেন না


এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।

আর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গেল ৭ ফ্রেরুযারি  সংঘাত-সহিংসতার মধ্যে দিয়ে শেষ হয় সপ্তম ধাপে ১৩৭ ইউপির নির্বাচন।

news24bd.tv রিমু