‌‘একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর'

সংগৃহীত ছবি

ভালোবাসা দিবসে ‘সিঙ্গেলদের’ বিক্ষোভ

‌‘একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর'

অনলাইন ডেস্ক

‘ভালোবাসার বাঁধ সাধীনা, অশ্লীলতা করতে মানা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে ‘সিঙ্গেল সোসাইটি’ নামের একটি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এসময় 'সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে' ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না', 'রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাঁটি, 'প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না', 'চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই', 'একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর' এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় সিঙ্গেল সোসাইটির সভাপতি মেহেদী হাসান শাওনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলামিন শিকদার হিমুর সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা ডাবল হওয়ার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলা হল।

news24bd.tv/আলী