বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আব্দুস সালাম বাবু,বগুড়া:

বগুড়ায় কিশোরী ধর্ষণের দায়ে আবদুস সামাদ প্রামানিক (৬০) নামে এক দোকানির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আবদুস সামাদ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়ার বাসিন্দা।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিতি ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৭ জুলাই ওই কিশোরী নিত্যপণ্য কিনতে আবদুস সামাদের দোকানে যায়। এ সময় তিনি কৌশলে কিশোরীকে তার বাড়িতে পান পৌঁছে দিতে পাঠান। ফেরার পথে তাকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন আবদুস সামাদ।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ওই বছরের ১৩ জুলাই কাহালু থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া গত বছরের ২৭ সেপ্টেম্বর আবদুস সামাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত আবদুস সামাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন লুৎফর রহমান প্রামানিক।

news24bd.tv/ কামরুল