চকবাজারে গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি 

ফাইল ছবি

চকবাজারে গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি 

নয়ন বড়ুয়া জয়

চট্টগ্রামে চকবাজারে গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বেশি অংকের টাকা। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে গুণতে হয়েছে মোটা অংকের জরিমানা। আমদানি করা গুরু মাংসকে তাজা মাংস বলেই ঠকানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছও।

বেড়েছে বেগুন ,ধনে পাতা কাঁচা মরিচের দামও।  

বন্দরনগরীতে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এমনভাবে সাজানো রাখা হচ্ছে গরু ও মহিষের মাংস। কোনটা গরু আর কোনটা মহিষ তা চেনার উপায় নেই। তাই এই সুযোগে গরুর মাংসের দামে দেয়া হচ্ছে মহিষের মাংস।

একই সাথে আমদানিকরা কম দামের গরুর মাংসও তাজা মাংসের সাথে মিশ্রণ করে বেশি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের।

সোমবার সকালে চকবাজারের কয়েকটি মাংসের দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  নানা অভিযোগে কয়েকটি দোকানদারকে মোটা অংকের জরিমানাও করা হয়।

এদিকে মাছের বাজারেও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। তালিকা না থাকায় বেশ কয়েকজন দোকানদারকে  সতর্ক করেছেন তারা।  

হঠাৎ করে নয়- নিয়মিত বাজার মনির্টরিং  চায়- ভোক্তা অধিকার সংগঠনগুলো।
news24bd.tv/আলী