ইলিয়াস আলীকে নিয়ে নেত্র নিউজের প্রতিবেদন ভিত্তিহীন

অনলাইন ডেস্ক

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী প্রসঙ্গে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, নেত্র নিউজে র‍্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে র‌্যাব অপহরণ করেনি।

তাকে যখন থেকে পাওয়া যাচ্ছে না, তখন থেকেই তার স্ত্রীকে আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি। তিনি যেখানে যেখানে তার স্বামী অবস্থান করতে পারেন সন্দেহ পোষণ করেছেন বা তিনি যে তথ্য দিয়েছেন তার সহযোগিতায় আমরা ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা করেছি। এখনো সহযোগিতা করে যাচ্ছি। আমরা কিন্তু চাই ইলিয়াস আলীকে খুঁজে বের করতে।
এটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

র‍্যাবের সব ধরনের অভিযান আইন মেনে করা হয় জানিয়ে খন্দকার আল মঈন বলেন, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে তার সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য।

news24bd.tv/আলী