দুই কাতলের দাম ৩০ হাজার টাকা

সংগৃহীত ছবি

দুই কাতলের দাম ৩০ হাজার টাকা

অনলাইন ডেস্ক

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর পাবনার ঢালারচর এলাকা থেকে ২৫ কেজি ওজনের দুইটি বড় কাতল মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩০ হাজার টাকা। গতকাল রোববার (৮ মে) ভোরে পাবনার ঢালারচর এলাকায় জেলে ঠান্ডু হালদারের জালে কাতল মাছ দুইটি ধরা পড়ে।

কাতল মাছ দুইটি সোমবার দুপুরে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের স্থানীয় চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কাতল মাছ দুইটি কিনে নেন।

জেলে ঠান্ডু হালদার বলেন, রোববার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় সাইজের দুটি কাতল আটকা পড়েছে। অনেক দিন পর বড় মাছ ধরতে পেরে অনেক ভালো লাগছে। মাছ দুইটি বিক্রি করে দামও ভালো পেয়েছি বলে জানান তিনি।

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পাবনার ঢালারচর এলাকা থেকে দৌলতদিয়ার জেলে ঠান্ডু হালদার মাছ দুইটি ধরে সকালে ফোন দেন। আমি ২৫ কেজি ওজনের কাতল মাছ দুইটি ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নিয়ে দৌলতদিয়া ঘাটে আসি। মাছ দুইটি বিক্রয়ের জন্য ঢাকার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। মাছ দুইটির প্রতি কেজিতে ১শ টাকা লাভে বিক্রি করব বলে জানান তিনি।

news24bd.tv/আলী