ফের স্বপ্ন-সমাধি

এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে না পারার হতাশা মাশরাফির

ফের স্বপ্ন-সমাধি

ক্রীড়া ডেস্ক

দেশের জার্সিতে লিটন দাসের প্রথম শতকের ওপর ভর করে ২২২ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। সেই স্বল্প পুঁজি দিয়েই ম্যাচের শেষ বল পর্যন্ত লড়লেন বোলাররা। কিন্তু মাশরাফি বিন মর্তুজার অসাধারণ নেতৃত্ব আর মুস্তাফিজুর রহমান-রুবেল হোসেনদের দারুণ বোলিং সামলে সমীকরণটা ঠিকই মিলিয়ে ফেলল ভারত।

শুক্রবার এশিয়া কাপের ফাইনালে আরও একবার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।

ছোঁয়া হলো না কাঙ্ক্ষিত শিরোপা। পাওয়া হলো না জয়ের স্বাদ।  

দুবাইয়ে নাটকীয়তায় ঠাসা ম্যাচটি ভারতের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ। ভারত জিতল প্রতিযোগিতার রেকর্ড ৭ম শিরোপা।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২২৩ রানের লক্ষ্য তাড়া করে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে জয় পেল রোহিত শর্মার দল।

শেষ ওভারে ভারতের দরকার ছিল ৬ রান। প্রথমে সৌম্য সরকারকে বোলিংয়ে আনলেও পরে মাশরাফি বল তুলে দেন মাহমুদউল্লাহর হাতে। প্রথম ৫ বলে ৫ রান দেন রিয়াদ। ম্যাচের ভাগ্য নেমে এলো অন্তিম বলে। কিন্তু মাহমুদউল্লাহর বল কেদার যাদবের পা ছুঁয়ে চলে যায় সীমানার দিকে। দৌঁড়ে প্রান্ত বদল করে ভারতের শিরোপা নিশ্চিত করেন কেদার ও কুলদীপ।  

২০১২ সালে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ বলে হার মানতে হয়েছিল টাইগারদের। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় নিদহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালেও এই ভারতের কাছেই শেষ বলে স্বপ্নের সমাধি লাল-সবুজের প্রতিনিধিদের।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২২২ (৪৮.৩ ওভারে) (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মুস্তাফিজ ২*, রুবেল ০; ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চাহাল ১/৩১, কুলদীপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)

ভারত : ​​​​​​২২৩/৭ (৫০ ওভারে) (রোহিত ৪৮, ধাওয়ান ১৫, রাইডু ২, কার্তিক ৩৭, ধোনি ৩৬, কেদার ২৩*, জাদেজা ২৩, ভুবনেশ্বর ২১, কুলদীপ ৫*; মিরাজ ০/২৭, মুস্তাফিজ ২/৩৮, অপু ১/৫৬, মাশরাফি ১/৩৫, রুবেল ২/২৬, মাহমুদউল্লাহ ১/৩৩)

ফল : ভারত ৩ উইকেটে জয়ী ও এশিয়ার কাপ ২০১৮ চ্যাম্পিয়ন

 

অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর