'নাজমুলকে আর একটা সুযোগ দেয়া হল'

ছবি-সংগৃহীত

'নাজমুলকে আর একটা সুযোগ দেয়া হল'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া লিগে ধারাবাহিক রান করে যাওয়া এ তরুণ ব্যাটসমান সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে পারেননি। দুবাই অনুষ্ঠিত এশিয়া কাপে তিন ম্যাচে খেলে করেছেন মাত্র ২০ রান।

আগামী ২০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে জায়গা হয়নি অফ ফর্মে থাকা সৌম্য সরকার ও মুমিনুল হক সৌরভে। তবে রানে না থাকা সত্ত্বেও দলে আছেন শান্ত।

অফ ফর্মে থাকার পরও শান্তর দলে থাকা নিয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে হবে।

তিনটা ম্যাচ দেখে যদি একজন খেলোয়াড়কে বাদ দিই তাহলে খেলোয়াড় তৈরির প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। নাজমুলকে আরেকটা সুযোগ দেয়া উচিত। সেই চিন্তা থেকেই তাকে নেয়া হয়েছে।

জাতীয় দলের এই সহকারী নির্বাচক আরও বলেন, আজকের প্রতিষ্ঠিত খেলোয়াড় সাকিব-তামিম-মুশফিককেও এভাবে সুযোগ দেয়া হয়েছে। ক্যারিয়ার শুরুতে এসেই সবাই ভালো খেলে না। একটা খেলোয়াড়ের পেছনে আমরা অনেক বিনিয়োগ করি, জাতীয় লিগের গত পর্বেও সে সেঞ্চুরি (১৭৩) করেছে। গত ঢাকা প্রিমিয়ার লিগে রান করেছে। এইচপিতে রান করেছে। বয়সভিত্তিক ক্রিকেটে রান করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে তৈরি হতে আরেকটা সুযোগ দেয়া দরকার।

এশিয়া কাপে দলে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তার বাদ পড়া নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, সৌম্য অনেক দিন ধরে খেলেছে। খেলোয়াড় হিসেবে সে তৈরি কিন্তু ছন্দে নেই। সেখানে শান্তকে (নাজমুল) আমাদের তৈরি করতে হবে। শান্ত-রাব্বী (ফজলে) এ ধরনের খেলোয়াড়দের সময় দিয়ে তৈরি করতে হবে। সৌম্য ছন্দে ফিরলে আবার দলে চলে আসবে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর