৫ বছর বয়সে ধর্ষিত হন সালমানের প্রেমিকা

সালমান খান-সোমি আলি।

৫ বছর বয়সে ধর্ষিত হন সালমানের প্রেমিকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘মি টু’-তে নানা পাটেকারের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্ত’র যৌন হেনস্থার অভিযোগ আসার পর বলিউড পাড়ায় চলছে তোলপাড়। একে একে নারীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাঘা বাঘা সব তারকাদের।

এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সালমানের সাবেক প্রেমিকা সোমি আলি। সোমি আলিকে এ প্রজন্মের অনেকের কাছে অচেনাই লাগবে।

কারণ ৯০ দশকে বলিউডের বেশ জনপ্রিয় মুখ ছিলেন তিনি। নিজের যৌন হেনস্তার কথা খুলে বললেন এক সাক্ষাৎকারে।

এতদিন শোনা যাচ্ছিল, যে এক একজন প্রায় ১০-২০ বছর আগে হওয়া হেনস্তার কথা এখন জানাচ্ছেন। ৩৭ বছর আগেকার ঘটনা আবারও টেনে আনলেন সোমি।

তিনি জানান, বাড়ির এক পরিচারক তাকে ধর্ষণ করেছিল বলে দাবি করেছেন তিনি। সেই সময় সোমির বয়স ছিল মাত্র পাঁচ বছর। ২০১৫ সালের কথা উল্লেখ করেন তিনি। যা তাকে এখনও পীড়া দেয়।

করাচিতে সোমির জন্ম হলেও তার ছোটবেলা কেটেছে ফ্লোরিডাতে। সেখানেও ১৩ বছর বয়সে আবারও যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

অভিনেত্রী আরও জানান, যে তার বাড়িতে এমনই পরিবেশ ছিল, যেখানে তার মা, চাচিকেও শারীরিক অত্যাচার করা হতো। পারিবারিক অশান্তির মধ্যেই বড় হয়ে ওঠা আমার। মা চাচিরা বাড়ির পুরুষের হাতে নিয়মিত নির্যাতিত হতেন। যা দেখে ভীষণ খারাপ লাগত আমার।

'আমার যৌন হেনস্তা নিয়ে আমি কখনই লজ্জা পাইনি। বরং আমি অন্যান্য নারী, মেয়েদের সচেতন করার জন্য নিজের ঘটনাই বারবার করে বলতে থাকি। এছাড়াও তাদের সকলকেও উৎসাহিত করি সবকিছু জনসমক্ষে বলার যারা আমার মতো যৌন হেনস্তার শিকার হয়েছেন বা হচ্ছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে শ্যুটিং চলাকালীন তনুশ্রীকে নানা পাটেকর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করা হয়। তনুর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, নৃত্য নির্দেশক গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারাঙের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (জোর করে নারীর সম্মানহানি) ও ৩৫৯ ধারায় (শব্দ, অঙ্গিভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে নারীর সম্মানহানি) মামলা দায়ের করেছে ওসিয়ারা পুলিশ।

তনুশ্রীর আইনজীবী সতপুতে শনিবার জানিয়েছেন, নানা পাটেকর, গণেশ আচার্য, সিদ্দিকি ও সারাঙ-সহ মিথ্যা সাক্ষীদের গ্রেপ্তারি চাইছেন তাঁর মক্কেল।

 (নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর