জিততে হলে বাংলাদেশের দরকার ২৪৭ রান

জিততে হলে বাংলাদেশের দরকার ২৪৭ রান

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে সফররত জিম্বাবুয়ে। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৪৭ রান।

ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হওয়ার চেষ্টা করেন জিম্বাবুয়ের দুই ওপেনার। তবে অল্প সময়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশের বোলাররা।

ব্রেন্ডন টেলর আর শন উইলিয়ামস আবার ম্যাচ বের করে নেয়ার চেষ্টা করেন। দু’জনের ৭৭ রানের জুটিতে বড় স্কোর গড়ে ওঠার ইঙ্গিত থাকলেও শেষ পর্যন্ত সেটা আর হয়নি।  শেষ মুহূর্তে বোলারদের নিয়ন্ত্রিণ বোলিংয়ের কারণে আড়াইশ পার হয়নি।

সর্বোচ্চ ৭৫ রান করেন ব্রেন্ডন টেলর।

১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন সিকান্দার রাজা (৪৯)। ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন শন উইলিয়ামস (৪৭)।  বাংলাদেশের পেসার সাইফউদ্দিন একাই নেন ৩ উইকেট। মাশরাফি, মোস্তাফিজ, মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ নেন ১টি করে উইকেট।

সম্পর্কিত খবর