মাঠ ফাঁকা নয়, তাই ‘নিয়ন্ত্রিত ভোট’: শাহ আলম

বাম গণতান্ত্রিক জোট নেতা কমরেড শাহ আলম

মাঠ ফাঁকা নয়, তাই ‘নিয়ন্ত্রিত ভোট’: শাহ আলম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৪ সালের মতো ফাঁকা মাঠে গোল করার সুযোগ নেই জানিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতা কমরেড শাহ আলম বলেছেন, সুযোগ না পেয়ে আওয়ামী লীগ সরকার এবার প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস, হামলা, মামলা, হুমকি-ধমকি দিচ্ছে। আনুষ্ঠানিকভাবে ‘নিয়ন্ত্রিত ভোটে’ আবারও ক্ষমতায় যাওয়ার আয়োজন সম্পন্ন করেছে আওয়ামী লীগ।

শনিবার দুপুরে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুরানা পল্টনে সিবিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিপিবি সাধারণ সম্পাদক ও জোটের অন্যতম সমন্বয়কারী কমরেড শাহ আলম এসব কথা বলেন।

‘বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

অংশগ্রহণমূলক হলেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় না’- বলেন কমরেড শাহ আলম।

‘বিভিন্ন রাজনৈতিক দলের বারবার আপত্তি-অভিযোগের পরও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন এখনও কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। বরং সরকারের নীলনকশা বাস্তবায়নে তারা তৎপর। ’

ইসি মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে মন্তব্য করে কমরেড শাহ আলম বলেন, ‘নির্বাচন কমিশন প্রকাশ্যে হাসপাতালগুলোকে জরুরি সেবার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

এর মানে কী দাঁড়ায়? এতে করে জনমনে ভীতি আর আশঙ্কা আরও বেড়ে গেছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভোটকেন্দ্র যেতে চায় না। ’

(নিউজ টোয়েন্টিফোরে/তৌহিদ)

সম্পর্কিত খবর