‘আ.লীগ জিতলেও, হেরেছে বাংলাদেশ ও ১৭ কোটি মানুষ’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

‘আ.লীগ জিতলেও, হেরেছে বাংলাদেশ ও ১৭ কোটি মানুষ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকান্তরে হেরেছে বাংলাদেশ ও ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের। ’ এমন কথা বলেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

সেই সঙ্গে ‘কথিত নির্বাচনের’ ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার রাত সোয়া নয়টায় দিকে মতিঝিলে নিজ চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা বলেন জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে ড. কামাল হোসেন বলেন, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হলো, তা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছেন এবং তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন।

‘একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করতে হয়, তা এদেশের মানুষসহ বিশ্ববাসীকে দেখিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। ’     

‘এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকান্তরে হেরেছে বাংলাদেশ ও ১৭ কোটি মানুষ।

এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের। ’ বলেন ড. কামাল হোসেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর