প্রতিমন্ত্রী পলক পায়ে হেঁটে অফিসে গেলেন

ছবি সংগৃহীত

প্রতিমন্ত্রী পলক পায়ে হেঁটে অফিসে গেলেন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবার পায়ে হেঁটে অফিসে গেলেন। আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর রাস্তায় তীব্র যানজট এড়াতে পায়ে হেটেই অফিসে যান তিনি।

প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক বকুল নিজের ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোস্ট করেন। এরপর তা ভাইরাল হয়ে যায়।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দ্রুত যেতে মোটরসাইকেলে উঠেন প্রতিমন্ত্রী। সে সময় তার মাথায় হেলমেট ছিল না। পরে সেই ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’। তবে আইনপ্রণেতা হয়েও হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।

অবশ্য পরে তিনি হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠা নিয়ে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বলেছেন, “আমার ভুল হয়েছে, দুঃখিত। পুনরায় আর হবে না। ” তিনি একজন মন্ত্রী হিসেবে খোলামনে কথাটি বলেছেন এবং ভুল স্বীকার করার পর আমি তো আর কিছু বলতে পারি না। ’


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর