চার্লসের সেঞ্চুরিতে রংপুরের রানের পাহাড়

সংগৃহীত ছবি

চার্লসের সেঞ্চুরিতে রংপুরের রানের পাহাড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জনসন চার্লসের ঝড়ো সেঞ্চুরি (১০৫) আর ব্রেন্ডন ম্যাককালামের ৭৮ রানে ভর করে কুমিল্লার সামনে ১৯৩ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে রংপুর রাইডার্স।  

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৯৩ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে রংপুর রাইডার্স।  

ফাইনালে উঠার লড়াইয়ে সোমবার ব্যাটিংয়ে নেমে মিরপুরে রীতিমতো কুমিল্লার বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন রংপুরের দুই ব্যাটসম্যান ব্রান্ডন ম্যাককালাম ও জনসন চার্লস। জনসন ৬৩ বলে ১০৫ ও ম্যাককালাম ৪৬ বলে ৭৮ রান করেন।

 

তাদের দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

কুমিল্লার হয়ে হাসান আলী, মেহেদী হাসান ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে, রবিবার সন্ধ্যায় টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। তবে খেলা শুরুর ৭ ওভারের মাথায় বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ হয়ে যায়।

সোমবার সন্ধ্যা ছয়টায় ফের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে রংপুর। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে জিতবে সেই দল ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটসের।

সম্পর্কিত খবর