এক ঘণ্টায় দুই হ্যাটট্রিক!

লোগান ফন বিক (বাঁয়ে) ও ম্যাট ম্যাকেয়ান

এক ঘণ্টায় দুই হ্যাটট্রিক!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। কখন কী ঘটবে, বলা মুশকিল। অনিশ্চয়তার সঙ্গে বিচিত্রও বটে। সেটাই আরেকবার দেখা গেল নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্ল্যাঙ্কেট শিল্ডে।

যেখানে প্রায় একই সময়ে দুজন আলাদা বোলার পূরণ করেছেন হ্যাটট্রিক।

ওয়েলিংটনের ফাস্ট বোলার লোগান ফন বিক ও অকল্যান্ড পেসার ম্যাট ম্যাকেয়ানের এই কীর্তি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসও বটে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্ল্যাঙ্কেট  শিল্ডের ১১২ বছরের ইতিহাসে এবারই প্রথম একই দিনে দুই বোলার হ্যাটট্রিক করেছেন।

নতুন এই ইতিহাস লেখার পথটা একটু কাকতালীয়ও বটে।

ফন বিক ও ম্যাকেয়ান দুজনই হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে, দুজনই এর আগে খেলেছেন ক্যান্টারবুরির হয়ে; শুধু তা-ই নয়, দুজনই লেখাপড়া করেছেন একই শিক্ষা প্রতিষ্ঠানে (ক্রাইস্টচার্চ সেন্ট অ্যান্ড্রু’স কলেজ)।

প্ল্যাঙ্কেট  শিল্ডে একই দিনে হ্যাটট্রিকের প্রথমটা ফন বিকের। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০তম হ্যাটট্রিক পূরণ করেন ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভারে। নেদারল্যান্ডের বোলার বিকের তোপে তার সাবেক দল ক্যান্টারবুরি দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে।  

প্রায় একই সময়ে প্ল্যাঙ্কেট  শিল্ড ৪১তম হ্যাটট্রিকের দেখা পায় ম্যাকেয়ানের সৌজন্যে। নর্দার্ন ডিস্ট্রিকসের মিডল অর্ডার ভেঙে ইনিংসের ২৬ ও ২৮তম ওভার মিলয়ে তিনি পূরণ করেন হ্যাটট্রিক।  

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো, ফেয়ারফ্যাক্স

সম্পর্কিত খবর