ফের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনার কবলে বিমান

ফের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনার কবলে বিমান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো ১৩৯ জন যাত্রী বহনকারী মালয়েশিয়ার মালিন্দ এয়ারলাইন্সের (বোয়িং ৭৩৭) একটি বিমান। তবে  বিমানটির যাত্রীরা সবাই অক্ষত আছেন। ১৯ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে। খবর কাঠমান্ডু পোস্ট।

ঘটনার পরই বন্ধ ঘোষণা করা হয় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ১২ ঘণ্টা পর শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট আবার চালু করা হয়।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দ এয়ার পরিচালিত 'বোয়িং ৭৩৭' বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের প্রাণহানি ঘটে। ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর