বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী কর্মনিষ্ঠার উদাহরণ সৃষ্টি করেছে: জাতিসংঘ

বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী কর্মনিষ্ঠার উদাহরণ সৃষ্টি করেছে: জাতিসংঘ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৩০ বছর পূর্তি উৎসবের প্রকারান্তরে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করা হয়েছে। গতকাল উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ সদস্য রাষ্ট্রসমূহের কুটনীতিকদের প্রাণের মেলা বসেছিল। তাদের সবার কণ্ঠে বাংলাদেশের প্রশংসা ঝরেছে।

জাতিসংঘের চলতি ৭২তম সাধারণ অধিবেশনের সভাপতি মিরস্ল্যাভ লাজ্যাক অত্যন্ত উচ্ছ্বাসের সাথে বলেন, ‘শান্তি বিনির্মাণে দাঙ্গাপূর্ণ অঞ্চলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী উদাহরণ সৃষ্টি করেছে।

গত ৩০ বছরে ১৪২ জন প্রাণ দিয়েছেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আহত হয়েছেন ২২৩ জন। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সব প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিকে। ’

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘মানবাধিকার সুরক্ষার পাশাপাশি গোলযোগপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা আমাকে মুগ্ধ করেছে।

আমি যখনই কোন মিশনে যাই, তখনই উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা বলি। ’

জাতিসংঘ মহাসচিব আরো বলেন, ‘সামাজিক সম্প্রীতি সুসংহত করতে বর্তমানে বাংলাদেশের নারী পুলিশ সদস্যরাও সোচ্চার হয়েছেন। আমি তাদেরকেও অভিবাদন জানাচ্ছি। ’

news24bd.tv

অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল মুহিত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমি এসেছিলাম বিশ্বব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন সম্মেলনে। ফেরার পথে জাতিসংঘের টেকসই শান্তি প্রতিষ্ঠার উচ্চ পর্যায়ের সম্মেলনেও যোগদানের সুযোগ পেলাম। এরই মধ্যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৩০ বছরের ভূমিকার প্রশংসা বাক্য শুনে অভিভূত হলাম। ’

স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানান।  
তিনি বলেন, ‘তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। ’

উল্লেখ্য, ১৯৮৮ সালে ইরাকের দাঙ্গা মেটাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম অংশ নেয় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী। সেই থেকে বিশ্বের ২৭টি মিশনের দায়িত্ব সম্পাদন করেছে। এখন তারা কাজ করছে ১১টি দেশে। বর্তমানে ৭০৮০ জন রয়েছেন এসব মিশনে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৫৪৫৬, নৌবাহিনী ৩৪০, বিমান বাহিনী ৫০১ এবং পুলিশ বাহিনীর ৭৮৩ জন রয়েছেন।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর