নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের সীমান্ত পাবলিক স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াত। অনুষ্ঠানে তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় ১৬ বিজিবির অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লে. কর্ণেল খাদেমুল বাশার, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক গোলাম সাকলায়েন প্রমুখ বক্তব্য রাখেন।

সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে সীমান্ত পাবলিক স্কুল থেকে ৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে মোট ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর